শর্তাবলী
প্রতিটি সদস্যের আমাদের এই সংগঠনের মৌলিক উদ্দেশ্য সম্পর্কে ধারনা রাখা প্রয়োজন। এটি এমন একটি প্ল্যাটফর্ম যার দ্বারা আমারা মানবজাতির সকলেই একতাবদ্ধ হওয়ার স্বপ্ন দেখতে পারি,আমাদের লক্ষ্য শুধু মাত্র অর্থ উপার্জনই নয় বরং অর্থকে সঠিকভাবে ব্যবহার করে এই পৃথিবীতে মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি।
এখানে আমাদের শুধু একটিমাত্র সদস্য পদ রয়েছে, এবং তা হচ্ছে ৫০ টাকার সদস্যপদ । আর এই সদস্যপদের মাধ্যমে আপনি একটি বড় আকারের সুযোগ পাচ্ছেন যা ইতিপূর্বে কখনো ঘটে নাই আপনার এই সামান্য ৫০ টাকা আরও লক্ষ লক্ষ সদস্যদের ৫০ টাকার সঙ্গে প্রতিমাসে যোগ হয়ে অনবরত বড় আকারের মূলধনে পরিণত করবে।
যে কারনে এই সদস্যপদের জন্য প্রত্যেকটি সদস্যকে ৫০ টাকা করে সদস্য ফী হিসাবে প্রতিমাসে মূলধন তহবিলে জমা দিতে হবে। এই ৫০ টাকাকে ধরা হবে জীবনবাংলার একটি শেয়ার বা পয়েন্ট হিসাবে এটাকে আমরা একেকটা স্টার বলেও ধরে নিতে পারি। যা আপনার আমার সারা জীবনের জন্য কাজ করে যাবে।
এই শেয়ার কখনোই কোনভাবেই হস্তান্তরযোগ্য হবেনা, নিজের শেয়ার নিজেকেই সংগ্রহ করতে হবে প্রতি মাসের সদস্য ফী বা নিজের প্রতি নিজের অনুদান হিসেবে পরিশোধ করার মাধ্যমে। এই শেয়ারকে শুধুমাত্র গণনা বা ব্যাবহার করা হবে প্রতিটি ( ১০০ ভাগ লভ্যাংশ বণ্টনকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের ) লভ্যাংশ ভাগ করার কাজে, যা আমাদের অর্থচক্রের পাতায় চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে।
এখন ১ টি শেয়ারের মূল্য যেহেতু ৫০ টাকা
৫০ টাকাকে একক শেয়ার হিসাবে যার কাছে যতটা ৫০ টাকার শেয়ার থাকবে অর্থাৎ যতটা পয়েন্ট বা স্টার থাকবে সে ততটা লাভের শেয়ার পাবে। এই সদস্যপদ চালু করার জন্য প্রথম মাসে ২৫ টাকা অতিরিক্ত পে করতে হবে নাম রেজিস্ট্রেশন এর জন্য অর্থাৎ (৫০+২৫)= ৭৫ টাকা, পরের মাস থেকে শুধু ৫০ টাকা হিসাবে পরিশোধ করে যেতে হবে।
এখন সর্বপ্রথম যারা সদস্যপদ গ্রহণ করবে তাদের জন্য একটি প্রমোশনের ব্যবস্থা রয়েছে, তারা ইচ্ছে করলে প্রথম দুই বছরের মধ্যে যেকোনো একবছর মাসে সর্বচ্চ তিনটি করে শেয়ার কিনতে পারবে, প্রথম বছর প্রতি মাসে ৩টি বা ২টি করে শেয়ার কিনে ফেল্লে পরের বছর থেকে সে শুধু প্রতি মাসে একটি করে শেয়ার কিনতে পারবে এর বেশি নয়। আর যে প্রথম বছর প্রতি মাসে একটি করে শেয়ার সংগ্রহ করবে তার জন্য দ্বিতীয় বছরে সর্বোচ্চ তিনটি করে প্রতিমাসে শেয়ার সংগ্রহ করার সুযোগ থাকবে কিন্তু কেউ যদি এই সুযোগ দুই বছরের মধ্যে ব্যবহার করতে না পারে তবে তৃতীয় বছর থেকে তারা সে সুযোগ আর পাবেনা তৃতীয় বছর থেকে কোন সদস্যই প্রতিমাসে একটার বেশি সেয়ার ,পয়েন্ট বা ষ্টার কিনতে পারবেনা এই প্রমোশনের ব্যবস্থা নতুন সদস্যদের জন্য সবসময়েই থাকবে।
যিনি ২টি শেয়ার প্রতি মাসে সংগ্রহ করতে চান তার প্রথম বছরের জন্য !!! তবে অবশ্যই তাকে প্রথম মাসেই শুধু ১০০ টাকার সংগে অতিরিক্ত ৩০০ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ তার প্রথম পেমেন্ট হবে (৩০০+১০০)=৪০০ টাকা , তার পরের মাস থেকে সে শুধু ১০০ টাকা করে পরিশোধ করতে থাকবেন।
ঠিক এভাবেই যিনি প্রতি মাসে ৩টি শেয়ার সংগ্রহ করতে চান তার প্রথম বছরের জন্য!!!! তাকে পরিশোধ করতে হবে অতিরিক্ত ৫০০ টাকা অর্থাৎ (৫০০+১৫০)=৬৫০টাকা। এবং পরের মাস থেকে ১৫০ টাকা করে পরিশোধ করে যাবেন ১ বৎসর পর্যন্ত।
যারাই এই অতিরিক্ত শেয়ার সংগ্রহের প্রমোশন বেছে নিবেন তারা সকলেই নিজ দায়ীত্বে প্রথম বা দ্বিতীয় বছরের অতিরিক্ত পয়েন্ট সংগ্রহের কাজ শেষ হওয়ার সাথে সাথে ৫০ টাকার সদস্য পদ নবায়ন করে নিবেন, অন্যথায় পরবর্তি মাস থেকে শেয়ার লস করতে থাকবেন। এমনকি যদি আপনি ১ বৎসর পার হবার পরও ১৫০ টাকা করে দিয়ে যেতে থাকেন তবু ১৩ তম মাস থেকে আপনার শেয়ার শূন্য ধরা হবে
কোন সদস্য যদি কোন কারণবশত তার মাসিক সদস্য ফী বন্ধ করে দিতে চায় তবে পরবর্তী মাস থেকে সে কোন লভ্যাংশের শেয়ার পাবে না এবং পরবর্তীতে দীর্ঘ অব্যাহতির পর যদি সে আবার সদস্য ফি দিতে শুরু করে তবে তার আগের শেয়ার সংখ্যা বর্তমান শেয়ার সংখ্যার সঙ্গে যুক্ত করা যাবে তবে সেটা যদি হয় তিন বছরের মধ্যে।
আবার কেউ যদি তার সদস্যপদ বাতিল করতে চায় তবে আগামি তিন বৎসর পর্যন্ত তার শেয়ার আমাদের কাছে স্থগিত অবস্থায় থাকবে, এর মধ্যে সে যদি আবার ফিরে আসে তাকে আবার সেই পরিমাণ শেয়ার ফেরত দেওয়া যাবে। কিন্তু সদস্যপদ বাতিল করার জন্য সে কোন ধরনের টাকা পয়সা ফেরত পাবে না।
এই অর্থ চক্রের পদ্ধতি থেকে লভ্যাংশের টাকা পাওয়ার জন্য প্রত্যেক সদস্যকে তার সদস্যপদ সচল রাখতে হবে অন্যথায় তার লভ্যাংশ আসা বন্ধ হয়ে যাবে।
অনলাইন এবং কার্যালয়ের নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী লভ্যাংশের বন্টন প্রক্রিয়া প্রকাশিত হলে প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ হিসাব ঐ বোর্ডের তথ্য অনুযায়ী নিশ্চিত করবে।
উপরোক্ত শর্তাবলী সময় উপযোগিতায় পরিবর্তনশীল, বিধায় সর্বদা বর্তমান সময়ের শর্তাবলী অনুযায়ী সকল বিষয় বিবেচনাধীন রইবে।
স্বল্প কথায় গুরুত্বপূর্ণ শর্তগুলি আবারও পড়ে নিন।
১/ সদস্যদের কাছ থেকে আদায় কৃত মেম্বার ফি এবং দাম কখনই ফেরত যোগ্য নয়।
২/ আদায় কৃত মেম্বার ফি শুধুমাত্র হিসাব করা হবে লভ্যাংশের বণ্টনকারী ৫০ টাকার ১টি সেয়ার হিসাবে বা পয়েন্ট হিসাবে।
৩/ সদস্যদের কোন শেয়ারই হস্তান্তরযোগ্য নয় বা কেউ কারো কাছে বিক্রি করতে পারবেননা।
৪/ সকল সদস্য প্রথম দুই বছরের যেকোনো এক বছর সর্বোচ্চ তিনটি শেয়ার সংগ্রহ করতে পারে প্রতিমাসে।
৫/ অনিয়মিত সদস্য ফি প্রদানকারী মূলধন সহযোগিতা এবং লভ্যাংশ থেকে বঞ্চিত হবেন। পরবর্তীতে নিয়মিত ফি প্রদানের সমর্থ হলে তার সকল শেয়ার তিনি ফেরত পাবেন। এবং শর্তসাপেক্ষে মূলধন সহযোগিতা গ্রহণের জন্য ৮৪ টি শেয়ার সহ নিয়মিত সদস্য ফি প্রদানকারী হতে হবে।
৬/ প্রতিটি সদস্য তার শেয়ার আজীবন বহন করতে পারবে শুধু তিন বছর একনাগাড়ে যদি সে সদস্য ফি জমা না দেয় তাহলে তার সদস্যপদ স্থগিত হয়ে মেইন লিস্ট থেকে আর্কাইভ লিস্টে চলে যাবে এবং সেখান থেকে ফিরিয়ে আনতে হলে তাকে তিন বছরের জন্য প্রতি মাসের ২৫টাকা হিসাবে জরিমানা দিয়ে পূর্বের অর্জিত সেয়ারগুলি পূনরায় জীবিত করতে পারে এবং এই ফী দিয়ে কোন ধরনের শেয়ার সে অর্জন করতে পাবে না।
৭/ বিশ্বের যে কোন দেশের আইনে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয় তবে তার মেম্বারশিপ বাতিল করার বা বহাল রাখার ক্ষমতা একমাত্র জীবন বাংলা কর্তৃপক্ষ বহন করে।
৮/এই শর্তাবলীতে আপনার যদি কোন দ্বিমত না থাকে!!! তবে এখানে ক্লিক করে পূর্বের পাতায় ফেরত গিয়ে আপনার সদস্যপদ গ্রহন করতে পারেন।
সমস্ত বিষয়টি না বুঝে কোনভাবেই সদস্যপদ গ্রহন করবেন না। একবার সদস্য পদ কেনা হয়ে গেলে জীবনবাংলা ধরে নিবে আপনি সবকিছু বুঝেই সদস্য পদ গ্রহন করেছেন।